আখ চাষিদের আগ্রহী করতে ২০২৪-২৫ আখমাড়াই মৌসুমে প্রতি কুইন্টাল দাম বাড়িয়ে নির্ধারণ করে ১৫০ টাকা সরকার। আগে আখ বিক্রির টাকা চাষিদের হাতে পৌঁছাতে ভোগান্তি পোহাতে হতো । তবে নতুন ব্যবস্থায় মিলে আখ দেবার দুই থেকে তিন দিনের মধ্যে টাকা পরিশোধ করেছে মিল কর্তৃপক্ষ।